Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কোথায় কোন সেবা পাবেন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ,কালাই, জয়পুরহাট । ফোন নং – ০৫৭২৫-৫৬০৯৩ , ই- মেইল :- lailanasrinjahan@gmail.com.

 

ক্রমিক নং

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য

সেবা প্রদানের নির্ধারিত সময়

সেবা গ্রহীতা

বাস্তবায়নকারী

১।

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচীঃ

উপকারভোগী মহিলাদের মাথাপিছু ৩০কেজি করে মাসিক খাদ্য সহায়তা ও প্রশিক্ষন  প্রদান ( ১জানুয়ারী হতে পরবর্তী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ বছর মেয়াদী চক্র ) ।

বিনামূল্যে

ভিজিডি চক্র শুরুর অন্তত ৪ মাস পূর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসারে।

১: বিধবা ও স্বামী পরিত্যক্তা ,অসহায়,দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলা

২: অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন পরিবার

৩: ভূমিহীন অথবা ০.১৫একরের কম জমির মালিক ।

৪: বসত বাড়ির অবস্থা খুবই নিম্ন মানের ।

৫: অনিয়মিত দিন-মজুরএবং সুনিদ্দিষ্ট কোন আয়ের উৎস নেই।

৬: পরিবার প্রধান মহিলা এবং কোন উপার্জন পুরুষ সদস্য বা অন্য কোন আয়ের উৎস নেই।

৭: বয়সসীমা ১৮-৪০ বৎসরের হতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

২:

মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষৃদ্র ঋন কার্যক্রম

৫০০০/=টাকা হতে সর্বোচ্চ ১৫,০০০/=টাকা পর্যন্ত ঋন প্রদান

বিনামুল্যে

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে

১: ঋন গ্রহীতার ভিটেবাড়ী থাকতে হবে অথবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২: অক্ষর জানা থাকতে হবে এবং বয়সসীমা ১৮ থেকে ৫৫ বৎসরের মধ্যে হতে হবে।

৩: দুঃস্থ ,স্বামী পরিত্যক্তা ,বিধবা অথবা অবিবাহিতা মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে।

৪: কোন সরকারী /বেসরকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহিতা হওয়া যাবে না।

৫: মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষন প্রাপ্তগণ অগ্রাধিকার পাবেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

৩:

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীঃ

উপকারভোগীদের মাসিক ৩৫০/= হারে ভাতা প্রদান এবং প্রশিক্ষন প্রদান (২ বৎসর মেয়াদী)

বিনামূল্যে

ভাতাভোগী নির্বাচনের বরাদ্দ আদেশের ৩০ দিনের মধ্যে।

১: সয়সসীমা ২০ বৎসরের উর্দ্ধে হতে হবে

২: প্রথম বা দ্বিতীয় গর্ভধারণ কাল (যে কোন একবার)

৩: মোট মাসিক আয় ১৫০০/= টাকার নীচে।

৪: দরিদ্র প্রতিবন্ধিরা অগ্রাধিকার পাবেন।

৫: কেবল বসত বাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।

৬: নিজের বা পরিবারের কৃষি জমি ও মৎস্য চাষের জন্য পুকুর নেই

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

৪:

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন প্রদান

নিবন্ধন ফি

১০০০/=টাকা

মাত্র

আবেদনের ৩০ দিনের মধ্যে

১৮ বৎসরের উর্দ্ধে সকল শ্রেনীর নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

৫:

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নবায়ন

বাৎসরিক নবায়ন ফি ৩০০টাকা

০৭ কার্যদিবস

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

৬:

মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদান বিতরণ (বামকপ)

বিনামূল্যে

প্রতি বৎসর আগষ্ট মাসে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবব্ধিতস্বেচ্ছাসেবী সংগঠন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।

৭:

উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিঃ

১: নির্যাতিতা ও অসহায় নারীর অফিযোগ গ্রহণ

২: অভিযোগের প্রতিকারের ব্যবস্থা গ্রহন

৩: বাল্য বিবাহ ও পাচাররোধে সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ।

৪: নারী ও শিশু নির্যাতন ও পাচারের তথ্য উপস্থাপন

বিনামূল্যে

অভিযোগ প্রাপ্তির  ১৫ দিনের মধ্যে

নির্যাতিত নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কালাই, জয়পুরহাট ।