নাগরিক সনদ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালাই, জয়পুরহাট।
লক্ষ্যঃ নারী উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গৃহিত পদক্ষেপ সমুহের তদারকীর দায়িত্ব পালন , নারী উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণ ,
নারীকে উন্নয়নের মাধ্যমে সরকার কর্তৃক গৃহিত নারী উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা করা।
উদ্দেশ্যঃ ১.মানবসম্পদ উন্নয়ন ও আত্নকর্মসংস্থান ২.দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি ৩.আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা ৪.নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ ৫.প্রাতিষ্ঠানিক সুবিধাদি ও সেবা প্রদান।
ক্রমিক নং |
প্রদেয় সেবার বিবরণ |
সেবা প্রদান সংশ্লিষ্ট কাগজপত্র |
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের নির্ধারিত সময় |
সেবা গ্রহীতা |
বাস্তবায়নকারী |
১। |
দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচীঃ উপকারভোগী মহিলাদের মাথাপিছু ৩০কেজি করে মাসিক খাদ্য সহায়তা ও প্রশিক্ষন প্রদান ( ১জানুয়ারী হতে পরবর্তী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ বছর মেয়াদী চক্র ) । |
১। জাতীয় পরিচয় পত্র /জন্ম সনদের ফটোকপি ২। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ৩। অফিস কর্তৃক সরবরাহকৃত ভিজিডি কার্ড |
বিনামূল্যে |
ভিজিডি চক্র শুরুর অন্তত ৪ মাস পূর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসারে। |
১: বিধবা ও স্বামী পরিত্যক্তা ,অসহায়,দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলা ২: অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন পরিবার ৩: ভূমিহীন অথবা ০.১৫একরের কম জমির মালিক । ৪: বসত বাড়ির অবস্থা খুবই নিম্ন মানের । ৫: অনিয়মিত দিন-মজুরএবং সুনিদ্দিষ্ট কোন আয়ের উৎস নেই। ৬: পরিবার প্রধান মহিলা এবং কোন উপার্জন পুরুষ সদস্য বা অন্য কোন আয়ের উৎস নেই। ৭: বয়সসীমা ১৮-৪০ বৎসরের হতে হবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
২: |
মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষৃদ্র ঋন কার্যক্রম ৫০০০/=টাকা হতে সর্বোচ্চ ১৫,০০০/=টাকা পর্যন্ত ঋন প্রদান |
১: অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত তথ্যসহ আবেদন করতে হবে। ২: ২ কপি পাসপোট সাইজ ছবি। ৩: জাতীয় পরিচয়পত্র /জন্ম সনদের ফটোকপি। ৪: ১৫০/=টাকা মুল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প (অফিস কর্তৃক দাখিলের আদেশ দেয়ার পর) ৫: ১০/=টাকা মুল্যমানের রেভিনিউ স্ট্যাম্প (চেক গ্রহনের সময়) |
বিনামুল্যে |
আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে |
১: ঋন গ্রহীতার ভিটেবাড়ী থাকতে হবে অথবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২: অক্ষর জানা থাকতে হবে এবং বয়সসীমা ১৮ থেকে ৫৫ বৎসরের মধ্যে হতে হবে। ৩: দুঃস্থ ,স্বামী পরিত্যক্তা ,বিধবা অথবা অবিবাহিতা মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। ৪: কোন সরকারী /বেসরকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহিতা হওয়া যাবে না। ৫: মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষন প্রাপ্তগণ অগ্রাধিকার পাবেন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৩: |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীঃ উপকারভোগীদের মাসিক ৩৫০/= হারে ভাতা প্রদান এবং প্রশিক্ষন প্রদান (২ বৎসর মেয়াদী) |
১: অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে নিম্নবর্ণিত তথ্যসহ আবেদন করতে হবে ২: জাতীয় পরিচয়পত্র /জন্ম সনদের ফটোকপি ৩: ইউনিয়ন ভূমি সহকারী কর্তৃক প্রত্যয়ন ৪: গর্ভকালীন তথ্য সম্পর্কিত ডাক্তারি প্রত্যয়নপত্র ৫: অফিস কর্তৃক সরবরাহকৃত ভাতা পরিশোধ কার্ড ৬: ৩ কপি পাসপের্ট সাইজ ছবি। |
বিনামূল্যে |
ভাতাভোগী নির্বাচনের বরাদ্দ আদেশের ৩০ দিনের মধ্যে। |
১: সয়সসীমা ২০ বৎসরের উর্দ্ধে হতে হবে ২: প্রথম বা দ্বিতীয় গর্ভধারণ কাল (যে কোন একবার) ৩: মোট মাসিক আয় ১৫০০/= টাকার নীচে। ৪: দরিদ্র প্রতিবন্ধিরা অগ্রাধিকার পাবেন। ৫: কেবল বসত বাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে। ৬: নিজের বা পরিবারের কৃষি জমি ও মৎস্য চাষের জন্য পুকুর নেই |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৪: |
মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন প্রদান |
১: অফিস কর্তৃক সরবরাহকৃত “ক”ফরমে নিম্নবর্নিত তথ্যসমুহ জেলা/উপজেলা কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। ২: জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ ৩: ১৫০/=টাকার ষ্ট্যাম্পে বাড়ীভাড়ার চুক্তিনামা ৪: সংগঠনের নামকরণ,কার্যকরী কমিটি গঠন ও গঠনতন্ত্রের অনুমোদন সংক্রান্ত সভার রেজুলেশনের ফটোকপি ৫: সাধারন সদস্যদের নামের তালিকাৱ ৬: কার্যকরী কমিটির নামের তালিকা ৭: ৩ কপি গঠনতন্ত্র ৮: সদস্য সংখ্যা কমপক্ষে ৩৫ জন হতে হবে। ৯: সংগঠনের প্রয়োজনীয় রেজিষ্টার সমুহঃ ক) সদস্য ভর্তি রেজিষ্টার খ) রেজুলেশন রেজিষ্টার গ) চাঁদা আদায় রেজিষ্টার ঘ) সঞ্চয় আদায় রেজিষ্টার ঙ)পরিদর্শন রেজিষ্টার চ) নোটিশ বুক ১০: নিবন্ধন ফি জমাদানের চালানের কপি। |
নিবন্ধন ফি ১০০০/=টাকা মাত্র |
আবেদনের ৩০ দিনের মধ্যে |
১৮ বৎসরের উর্দ্ধে সকল শ্রেনীর নারী |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৫: |
মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নবায়ন |
সরকারী ফি চালান মূলে জমাদান সাপেক্ষে |
বাৎসরিক নবায়ন ফি ৩০০টাকা |
০৭ কার্যদিবস |
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৬: |
মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদান বিতরণ (বামকপ) |
অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
বিনামূল্যে |
প্রতি বৎসর আগষ্ট মাসে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী |
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবব্ধিতস্বেচ্ছাসেবী সংগঠন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
৭: |
উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিঃ ১: নির্যাতিতা ও অসহায় নারীর অফিযোগ গ্রহণ ২: অভিযোগের প্রতিকারের ব্যবস্থা গ্রহন ৩: বাল্য বিবাহ ও পাচাররোধে সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ। ৪: নারী ও শিশু নির্যাতন ও পাচারের তথ্য উপস্থাপন |
১: অভিযোগের আবেদন ২: অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র |
বিনামূল্যে |
অভিযোগ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে |
নির্যাতিত নারী ও শিশু |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS